অনলাইন ডেস্কঃ বর্তমান শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষের ভাবাবেগ কমে যাচ্ছে। যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে। এজন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মত ইমোশনাল ইন্টেলিজেন্সকে প্রাধান্য দিয়ে অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (সিসিসিআই) রিসার্চ, ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটি। সম্প্রতি নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সাব-কমিটির দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় কমিটির ডিরেক্টর ইনচার্জ ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন ইন্টেলিজেন্সের বিষয়ে সেমিনার কিংবা ওয়াকর্শপ আয়োজন এবং একাডেমিয়া ইন্ডাষ্ট্রি কলাবোরেশনের মাধ্যমে ব্যবসায়ী সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘বর্তমান শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষের ভাবাবেগ কমে যাচ্ছে। যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মত ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েও আমাদের কাজ করতে হবে। আগামীতে এ বিষয়ে সেমিনার বা ওয়াকর্শপ আয়োজনের জন্য চেম্বার বোর্ডকে অবহিত করা হবে।’
আরও পড়ুন সমুদ্র বাণিজ্যে খাতভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের পরামর্শ সিসিসিআই সভাপতির
ইফতেখার বলেন, চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং তা নিরসনের লক্ষ্যে ̈সরকারের সাথে কাজ করে যাচ্ছে চিটাগাং চেম্বার। এছাড়াও বিভিন্ন সাব-কমিটির মাধ্যেমে বিভিন্ন সমস্যা চিহ্নিতপূর্বক তা সমাধানকল্পে গবেষণা, সেমিনার, ট্রেনিং এবং ওয়াকর্শপ আয়োজন করা হয়। যার মাধ্যমে বিভিন্ন নীতি সহায়তা ও ব্যবসায়ী সুরক্ষা পান উদ্যোক্তাগণসহ চেম্বার সদস্যবৃন্দ।
সভায় আগামীতে সাব-কমিটি থেকে পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য ̈অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়। এর অংশ হিসাবে আগামী ১ মাসের মধে ̈ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়ে সেমিনার কিংবা ওয়াকর্শপ আয়োজন এবং একাডেমিয়া ইন্ডাষ্ট্রি কলাবোরেশনের মাধ্যমে ব্যবসায়ী সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন সাব-কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন কনভেনর সালাউদ্দিন ইউসুফ, জয়েন্ট কনভেনর ড. ইয়ামিন বিন বাকী ও ইঞ্জিনিয়ার এস.এম. শহিদুল আলম, সদস ̈বৃন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসতিয়াক দোজা, মো. আবু হুরাইরা, চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বিসিই এর সিইও ওয়াসফি তামিম বক্তব্য রাখেন। এসময় চেম্বারের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply