আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেট

সিলেটে চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট


সিলেট জেলায় পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে চলছে পণ্যবাহী পরিবহনের ৪৮ ঘন্টার ধর্মঘট। আজ মঙ্গলবার (১ নভেম্বর) পরিবহন নেতারা জানায়, দাবি আদায় না হলে ধর্মঘটের সময় আরো বাড়ানো হতে পারে।

গতকাল সোমবার সকাল ৬টায় হওয়া এ কর্মসূচি চলবে আগামীকাল সকাল পর্যন্ত। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সিলেট জেলার মধ্যে এই ধর্মঘট চলছে।

সরেজমিনে দেখা গিয়েছে, গতকাল সকাল থেকে জেলার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পণ্যবাহী যানবাহন আটক দিচ্ছেন শ্রমিকরা। বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের পিকেটিং করতে দেখা যায় তাদের। এতে ট্রাক টার্মিনালসহ জেলার বিভিন্নস্থানে আটকা পড়েছে পণ্যবাহী শত শত ট্রাক। আজ সকালেও নগরীর ট্রাক টার্মিনাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মিছিল করেছেন শ্রমিকরা।

গতকাল রাতে বিভিন্ন পয়েন্টে আটকে থাকা ট্রাকের সারি ছিল। তবে আজ সকালে ট্রাকের সংখ্যা কম দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো গন্তব্যে ছেড়ে গেছে পণ্যবাহী কিছু ট্রাক। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কুমারগাঁও তেমুখী পয়েন্টেও আগের দিনের আটকে থাকা পণ্যবাহী ট্রাক আজ দেখা যায়নি।

সিলেটের পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী আবুল কালাম জানান, গভীর রাতে কিছু ট্রাক মার্কেটে প্রবেশ করেছে। বাজারে এর কোন প্রভাব এখন পর্যন্ত পড়েনি। সবজির মৌসুম হাওয়ায় বাজারে প্রচুর স্থানীয় সবজি রয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর