ফারুকুর রহমান বিঞ্জু, পটিয়াঃ উপজেলায় আওয়ামী লীগসহ ৩টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনার মো. আরিফুল ইসলাম ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো আতিকুল মামুনের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উৎসব মূখর পরিবেশে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী নুরুচ্ছফা সরকার ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের মনোনীত প্রার্থী এম.এ মতিন মনোনয়ন জমা দেন।
আরও পড়ুন সার্ভারের জটিলতায় পটিয়ায় ফের বিঘ্নিত স্মার্টকার্ড বিতরণ
এসময় মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে পটিয়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদসহ আওয়ামী লীগের দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পটিয়া উপজেলা নির্বাচন কমিশনার মো আরিফুল ইসলাম বলেন, ‘উৎসব মূখর পরিবেশে এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির ও ইসলামী ফ্রন্টসহ ৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তা যাচাই-বাছাই চলছে।’