নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) এর উদ্যোগে,একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায়, বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপনে গৃহিত কার্যক্রম সমূহের আওতায় নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চর চাকতাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্লাস্টিকের পুনঃব্যবহার বিষয়ে একটি ক্যাম্পেইন পরিচালিত হয়।
প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুন আয়োজিত উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নূরূল আলম মিয়া।ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রকল্প ব্যবস্থাপক জোনাইদ আলীর সার্বিক তত্বাবধানে পরিচালিত উক্ত ক্যাম্পেইনে উক্ত স্কুলের শিক্ষার্থী,শিশু সদস্য, যুব সদস্য এবং অভিভাবকবৃন্দের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর চাকতাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য, সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন,১৯ নং ওয়ার্ড নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আরমানুর রহমান,রেনেসাঁ ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সোয়েব চৌধুরী প্রমূখ। উক্ত কার্যক্রম সমন্বয় করেন বিবিএফ এপিলাপ প্রকল্পের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী এবং প্রজেক্ট অফিসার স্বরস্বতী সরকার।
উক্ত ক্যাম্পেইনে যুব সদস্যগণ প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব,ব্যবহার হ্রাস,পুনঃব্যবহার এবং পুনঃব্যবহার সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করেন।উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে গৃহস্থালির প্লাস্টিক পণ্যের পুনঃব্যবহার করে বিভিন্ন প্রকারের চারা গাছ লাগানোর পদ্ধতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে অতিথিদের মধ্য হতে পরিবেশ দূষণরোধে প্লাস্টিকের পুনঃব্যবহারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য, সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন।প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশ দূষণরোধে প্লাস্টিকের পুনঃব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে বলেন,যুবদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় এই ভিন্ন ধর্মী উদ্যোগের সফলতার জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সদিচ্ছা ও সচেতনতা।তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকেই পতিত জায়গা, প্লাস্টিক পন্যের পুনঃব্যবহার ইত্যাদি মাধ্যমে প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং অন্যদের উদ্বুদ্ধ করতে হবে,তবেই সবুজের সম্মীলনে পৃথিবী ফিরে পেতে পারে ভারসাম্য।
পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহনকারী শিশু শিক্ষার্থী এবং যুবরা প্লাস্টিক পন্যের পুনঃব্যবহারে মাধ্যমে চারাগাছ লাগান এবং সংশ্লিষ্ট বিদ্যালয়,ওয়ার্ড কার্যালয় এবং থানায় সচেতনতা বৃদ্ধিতে চারাগাছ বিতরন করেন।
উল্লেখ্য, ব্রাইট বাংলাদেশ ফোরাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ ও ৩৫ নং ওয়ার্ডে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শিশু অধিকার সমুন্নতকরণ, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থা সমূহকে সংবেদনশীল করার লক্ষ্যে এডভান্স প্রোগ্রাম ফর ইমপ্রুভড লাইফ স্টাইল অব দ্য আরবান পুওর (এপিলাপ) প্রকল্প বাস্তবায়ন করছে।