মো কাইয়ুম
কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা পাঁচ আউলিয়া দরবার শরীফের সংস্কারক বিশিষ্ট দানবীর, সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ শওকত আলী সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০.০০ ঘটিকায় নগরীর একটা ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি এক ছেলে তিন মেয়ে, স্ত্রী, মা, ভাই, ভাতিজা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ২ ঘটিকায় স্থানীয় শা’য়ের মাওলানা আহছানুল্লাহ (রা:) জামে মসজিদ ময়দানে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল হাসেম (মা.জি.আ) জানাজার ইমামতি করেন। আন্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আলহাজ্ব মাওলানা এম.এ মান্নান (মা.জি.আ), মোনাজাতে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন,গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ইলিয়াছ মুন্সি, ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুছ ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন হামিদী, শায়ের মাওলানা আহছানুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি, আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তারেক হাসান জুয়েল এবং গাউছিয়া সুন্নিয়া যুব সংঘের সকল নেতৃবৃন্দ ও সদস্য মন্ডলী।
উল্লেখ্য তিনি,গাউছিয়া সুন্নিয়া যুব সংঘের প্রধান উপদেষ্টা, গাউছিয়া কমিটি বাংলাদেশ শা’য়ের মাওলানা আহছানুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি, শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি কর্ণফুলী উপজেলার উপদেষ্টা, হযরতুলহাজ্ব ফকির মাওলানা আশরাফ আলী শাহ (রহ:) স্মৃতি সংসদের উপদেষ্টা, বন্ধন ক্রিকেট একাদশ দরবার পাড়ার উপদেষ্টা, শা’য়ের মাওলানা আহছানুল্লাহ (রহ:) স্মৃতি কল্যান সংস্থার অর্থ সম্পাদক ছিলেন তিনি।