আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর হযরত নূর মিয়ার দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক

হাজারো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছিলছিলায়ে আলীয়া কাদেরিয়া চিশতিয়া আবুল উলাইয়া জাহাঁগীরিয়া সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের চতুর্থ হযরত শাহ্ জাহাঁগীর নূরুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া (৭৭) (কুঃ) পীর সাহেব সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের তৃতীয় হযরত শাহ্ জাহাঁগীর রুহুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান (কুঃ) এর পাশে তাকে দাফন করা হয়েছে। এর আগে তিনি গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

এর আগে সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পীর সাহেবের বড় সাহেবজাদা দরবারে ৫ম শাহ্ জাহাঁগীর জয়নুল আবেদীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্। জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়। জনতার স্রোত দরবার শরীফের ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। নামাজে জানাজায় শরিক হতে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পীর সাহেবের ভক্ত-মুরিদানরা ছুটে আসেন। জানাজায় ভক্ত-মুরিদদের কান্নায় এক হৃদয়-বিদারক দৃশ্যের অবতারণা হয়। সবার মুখে ছিল দোয়া-দরুদ। শোকাবহ পরিবেশে দরবারের পাশে পীর সাহেবকে দাফন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর