অনলাইন ডেস্কঃ এশিয়া ও ইউরোপ মহাদেশের মুকুটহীন নৃত্য সম্রাট বুলবুল চৌধুরীর
জন্মশতবার্ষিকী উপেক্ষ্যে বুলবুল নৃত্য উৎসব আগামি ৩০ জুন থেকে শুরু হচ্ছে। শনিবার (১ জুন) বুলবুল একাডেমির পরিচালক প্রত্যাশা বড়ুয়ার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, এবারের নৃত্য উৎসব বুলবুলের জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের চুনতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। লোহাগাড়া উপজেলার আওতাধীন প্রত্যেক শিক্ষা প্রর্তিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাবে। অংশগ্রহণে ইচ্ছুকদেরকে ২০ জুনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে নাম জমা দিতে হবে। ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত প্রত্যেক স্কুল থেকে অংশগ্রহণকারীদের তালিকা সংগ্রহ করা হবে। লোহাগাড়া উপজেলা ভিত্তিক বুলবুল চৌধুরীর নৃত্য কর্মের উপর রচনা প্রতিযোগিতার
আয়োজন থাকবে। রচনার শিরোনাম হবে ‘আমাদের বুলবুল’ দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেককে রচনা বাসায় লিখে ২০ জুনের মধ্যে নিমোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
আরও পড়ুন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের সম্মাননা দিলো বুলবুল একাডেমি
পরিচালক বুলবুল একাডেমী রশিদ বিল্ডিং (২য় তলা) বাহির সিগন্যাল, ডাকঘর: আল আমিন বাড়ীয়া, থানা: চান্দগাঁও, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলার আওতাভুক্ত প্রত্যেক উপজেলার ছাত্র-ছাত্রীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বুলবুল চৌধুরীর জীবনের উপর একটি স্মারক গ্রন্থও প্রকাশ করার কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য এই ০১৮৮০২৩৮২০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply