আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বাফার নির্বাচন: সম্মিলিত ফোরামের পূর্ণ প্যানেলের বিজয়


সাঈদুর রহমান চৌধুরীঃ বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশনের (বাফা) পরিচালক পর্ষদ ২০২৩-২৫ নির্বাচনে সম্মিলিত ফোরোমের ১৯জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম রিজিয়নে নগরীর ‘হল২৪’ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হওয়া বাফার এবারের নির্বাচনে চট্টগ্রাম রিজিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন-সিনোভেন কার্গো সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আকতার কামাল চৌধুরী, ক্যারি ফারইষ্ট লজিস্টিকস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, বিএস কার্গো এজেন্সি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, এশিয়া প্যাসিফিক লজিস্টিকস এর সত্ত্বাধিকারী দোলন বড়ুয়া ,সার্কেল মেরিন লিমিটেডের পরিচালক অমিয় সংকর বর্মন।

আরও পড়ুন বাফার নির্বাচন ১৪ ডিসেম্বর

ঢাকা রিজিয়নে নির্বাচিত হয়েছেন-কনভেয়র ইউনি এক্সপ্রেসের কর্ণধার কবির আহমেদ, আরিয়ান ফ্রেইট লাইনার্স লিমিটেডের নাসির আহমেদ খান, ক্যাপিটাল লজিস্টিকস লিমিটেডের এ কে এম ফজলুল হক, কার্গোস্টার বাংলাদেশের কাজী মো. মাহফুজুর রহমান, এইচটি কার্গো সার্ভিস লিমিটেডের মো. হানিফ চৌধুরী, মার্ভেল ফ্রেইট লিমিটেডের মো. খোরশেদ আলম, নির্ভরযোগ্য এক্সপ্রেস লিমিটেডের
জন এন মন্ডল, রেক্স ইকো-লজিস্টিকস লিমিটেডের সুমন হাওলাদার, সান স্টার কার্গো সিস্টেম লিমিটেডের মো. মাজাহার হোসেন, টাওয়ার ফ্রেইট লজিস্টিকস লিমিটেডের নুরুল আমিন, ট্রান্স টিম লিমিটেডের মো. কামরুজ্জামান ইবনে আমিন।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের স্মারকলিপির ১৫ ধারা অনুযায়ী এবং ২০২৩-২৫ সালে বাফা প্রণীত বিধিমালার ৫২ ধারা অনুযায়ী এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ১৯জন পরিচালকের ভোটে ১জন সভাপতি, ১জন সিনিয়র সহ-সভাপতি; ১জন সহ সভাপতি নির্বাচিত হবেন। তারা আগামি ২ বছরের জন্য এই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবেন।

নির্বাচন পরিচালনা কমিটির মন্তব্য প্রকাশিত হবে ১৭ ডিসেম্বর এবং আপিল বোর্ডে অভিযোগ গ্রহণের শেষ সময় ১৮ ডিসেম্বর কার্যদিবস পর্যন্ত। আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত ফল ঘোষণা হবে ২১ ডিসেম্বর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর