আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: বিএসটিআইর গণশুণানি

রপ্তানিতে প্রতিবন্ধকতা দূর করতে চায় বিএসটিআই


অনলাইন ডেস্কঃ সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হলে কতৃপক্ষকে তৎক্ষণাত জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। আজ মঙ্গলবার (২৫ জুন) বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকান্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানিতে তিনি এ আহ্বান।

আরও পড়ুন চট্টগ্রামে বিএসটিআইকে আরো কার্যকর করার প্রস্তাব

এসময় বিএসটিআইর সেবা প্রদানে গতিশীলতা আনয়ণের পরামর্শসহ পণ্য রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না সে বিষয়েও অবহিত করার অনুরোধ জানান তিনি।

গণশুনানিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, স্বপ্ন, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, সেফ ইন্টারন্যাশনাল, সজীব গ্রুপ, ইনসিস্ট সিমেন্ট, আর আর ক্যাবলস, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, বনফুল কোং, এসিআই লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফুওয়াং ফুডস লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বিএসটিআইর সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর