দিদারুল আলম (দিদার)
দুই দশক সৌদি আরবে অবস্থান করে অবশেষে পবিত্র রমজান মাসে ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ গবেষক ড. মার্ক-সি থমসন। গত ৮ এপ্রিল শুক্রবার পবিত্র রমজান মাসের সপ্তম দিন এই ব্রিটিশ গবেষক ইসলামের ছায়াতলে আসেন। অতপর গত ১২-ই এপ্রিল সৌদি প্রিন্স ও সাবেক কুটনীতিবিদ তুর্কি আল ফয়সাল এই বৃটিশ গবেষককে উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চের পরিচালনা পর্ষদের সভাপতি প্রিন্স তুর্কি আল ফয়সাল ড. মার্ক সি থমপসনকে এই শুভেচ্ছা জানান। এইসময় বৃটিশ গবেষক ড. মার্ককে পবিত্র কোরআনের সপ্তদশ শতাব্দীর প্রাচীন পাণ্ডুলিপি উপহার দেয়া হয়।
মূল্যবান এ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ব্রিটিশ গবেষক।
ড. মার্ক সি থমসন সৌদি আরবের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও অধ্যাপনায় নিয়োজিত। তিনি রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সোসিও-ইকোনোমিক প্রোগ্রামের সিনিয়র রিসার্চার হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
Leave a Reply