অনলাইন ডেস্ক
উপজেলার চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান মাওলানা ফখর উদ্দিনের বাড়ির বাউন্ডারি ওয়ালের ১৩০ কেজি রড চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৭ কেজি রড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুইজনকে ১৭ জুলাই (বুধবার) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান মাওলানা ফখর উদ্দিনের বাড়ির অধ্যক্ষ মাওলানা তাজ উদ্দিন আহমদ এর নাল জমির বাউন্ডারি ওয়াল এর কাজ শুরু করে। গত ১৬ জুলাই (মঙ্গলবার) সকাল ৮টায় চলমান কাজে গিয়ে দেখতে পাই বাউন্ডারি ওয়ালের লিন্টারের জন্য লোহার রড দিয়ে বাধাইকৃত পিজারার রডগুলো যথা স্থানে নেই। যাহার পরিমান আনুমানিক ৮০ কেজি। পরবর্তীতে কাজের মিস্ত্রি কাজ করার জন্য চলে আসাতে পুনরায় লোহার রড ক্রয় করে বাউন্ডারি ওয়ালের লিন্টারের জন্য পুনারায় পিজারা তৈরি করি এবং দিন শেষে লিন্টারের অর্ধেক কাজ শেষ হয়। বিকাল ৫টার দিকে কাজ শেষে মিস্ত্রিরা চলে যায়। রাত ৮টার সময় বাউন্ডারি ওয়ালের অর্ধেক সম্পন্ন লিন্টারের লোহারড গুলো দেখার জন্য গেলে দেখতে পাই যে, লিন্টারের লোহার রডগুলো যথা স্থানে নেই। যাহার পরিমান ৫০ কেজি। রাতের আঁধারে একদল চোর একই দিনে ২ ধাপে ১’শ ৩০কেজি রড চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।
এ ঘটনায় মোঃ ফরিদ উদ্দিন (৪৮) বাদী হয়ে রাতে চন্দনাইশ থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় লিখিত এজাহার করলে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইখতিয়ার হোসনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে সন্দেহভাজন মো: রাহাত (২৪) নামে একজন আটক করলে, পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত মো: রাহাত চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং চুরি হয়ে যাওয়া ৩০ কেজি রড তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। বাকি কিছু রড বদুর রাস্তার মাথা এলাকায় মোঃ আনিস (৪৫) নামে এক ভাঙারির দোকানে বিক্রি করা হয় বলে জানায়। পরবর্তীতে ভাঙারির দোকান থেকে ২৭ কেজি রড ১৭ জুলাই (বুধবার) সকালে উদ্ধার করে এবং চোরাই রড ক্রয় করার কারণে মোঃ আনিস তাঁকেও গ্রেপ্তার করা হয়। চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে দুই চোর সহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো:রাহাত উপজেলার চন্দনাইশ পৌরসভা ২নং ওয়ার্ড মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে এবং মোঃ আনিস চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ড গাছবাড়িয়া নাপিত পাড়া এলাকার মোঃ রহিম উদ্দিন মন্ডলের ছেলে। ইদানিং একটি চিহ্নিত চোর চক্র রাতের আঁধারে বিভিন্ন জায়গা-বাড়িতে কৌশলে চুরি সংঘটিত করছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে চোর চক্রকে গ্রেফতার করেছে। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, রড চুরির সাথে উপজেলার চন্দনাইশ পৌরসভা ২নং ওয়ার্ড মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো:রাহাত এবং চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ড গাছবাড়িয়া নাপিত পাড়া এলাকার মোঃ রহিম উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আনিস সহ আরও কয়েকজন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, এ চুরির বিষয়ে ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। চুরি প্রতিরোধে পুলিশি তৎপর রয়েছে।