অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর সিআরবিতে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বইমেলা। ভাষার মাস ফেব্রুয়ারি ও অমর একুশের স্মরণে লেখক-সংস্কৃতিকর্মীদের এ প্রাণের মেলা ঘিরে সিআরবিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
১৩৭টি প্রকাশনা সংস্থার স্টলসহ এবারের মেলায় স্টল থাকবে ১৬০টি। ২০১৯ সাল থেকে এই বইমেলার আয়োজন করে আসছে চসিক।
আরও পড়ুন বাংলা একাডেমির পুরস্কার পাচ্ছেন যারা
চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এবং অন্যান্য শিল্প–সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাই সম্মিলিতভাবে এ মেলা বাস্তবায়ন করছে।
প্রচার প্রচারণার অভাবে গত কয়েক বছর এই বইমেলা তেমন জমে উঠেনি বলে অভিযোগ প্রকাশকদের। তারা বলেন, বিগত কয়েকটি বইমেলার আয়োজন জিমনেশিয়াম মাঠে হওয়ায় নিরাপত্তা নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। সিআরবিতে যা নিশ্চিত করা জরুরি।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪