চন্দনাইশ সংবাদদাতা:
চন্দনাইশের বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের আয়োজনে ১লা বৈশাখ ১৪৩১, ১৪ এপ্রিল ২০২৪, রোববার বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে বৈশাখী সম্পন্ন হয়। ভোরে উদ্বোধন হওয়া অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি রুবেল দেব। উদ্বোধক ছিলেন মেলার উপদেষ্টা, কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট সন্তোষ কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন মেলার সমন্বয়ক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।
মেলার কো-চেয়ারম্যান রাজীব আচার্য্য ও মহাসচিব এডভোকেট রনি কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা, নারীনেত্রী রূমকি দেব মুক্তা, শিক্ষক সমীরণ দত্ত, গোপাল বিশ্বাস, মো. নুরুল হোসেন, পণ্ডিত কাঞ্চন চক্রবর্তী, শিউলী দে, হালিমা বেগম, সর্বরী দে, পম্পী দাশ, অপু দে, টিটন দাশ, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, ওমর ফারুক, সাংবাদিক আমিন উল্লাহ টিপু।