মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের লালুটিয়া এলাকায় সাঙ্গু নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৩ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
দোহাজারী পৌরসভার প্যানেল মেয়র মাওলানা মোহাং নাজিম উদ্দীন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, “শনিবার (৮ জুন) দুপুর একটার সময় ওই এলাকার জনসাধারণ চলাচলের সময় লালুটিয়া স্টিল ব্রীজের দক্ষিণ পাশে লালুটিয়া খালে ভাসমান একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।”
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মরদেহের মুখমন্ডল পচন ধরার কারণে চেহারা অস্পষ্ট। প্রাথমিকভাবে উপজাতি হতে পারে মর্মে পরিলক্ষিত হয়। মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে ১৩ থেকে ১৫ দিন আগে মৃত্যুবরণ করেছে এবং সাঙ্গু নদী হয়ে উপরোক্ত ঘটনাস্থলে মরদেহটি ভেসে আসে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্তের জন্য আঙ্গুলের ছাপ নিতে পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”
Leave a Reply