প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী
বোয়ালখালীতে মহিলার ম্যাক্সি পরিহিত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে ধানের জমিতে।
শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ লাশ পাওয়া যায়। চাঞ্চল্যকর এ লাশ দেখতে ভীড় জমায় শকশত জনতা। কেউ বলছে, আত্নহত্যা কেউ বলছে পরিকল্পিত হত্যা।
স্হানীয়রা বলছে, শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়েছিল।
মোহাম্মদ আজিম নামের স্থানীয় এক লোক জানান, লাশের পচন ধরে গেছে খুবই দুগ্ধ বেড় হচ্ছে। কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ের ম্যাক্সি পরিহিত। মুখমণ্ডল কালো কালিতে রাঙানো। মুখ বিকৃত হয়ে গেছে।
বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানার ওসি তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
Leave a Reply