শিহাব উদ্দিন শিবলু, মীরসরাইঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মনোয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তার পিতা বাংলাদেশ আ. লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা আ. লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন নির্বাচনী সমীকরণ শীত মৌসুমে ভোটের হাওয়া গরম
এদিকে নৌকার প্রার্থী মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্ঠি হয়। সকাল থেকে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভা থেকে দলীয় নেতা কর্মীরা এসে জড়ো হতে থাকেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন রুহেল।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘বৃহস্পতিবার আ. লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আবছার ও ইসলামি ফ্রন্ট প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন জমা দিয়েছেন।’