অনলাইন ডেস্ক
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশব্যাপী চলছে বিএনপির হরতাল। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টায় এ হরতাল শুরু হয়।
এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজকের সকাল-সন্ধ্যা হরতাল সফলে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবনবাজি রেখে শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালন করছে। সরকারের রক্তচক্ষু, গ্রেপ্তার অভিযান, নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যেও অকুতোভয় নেতাকর্মীরা তাদের মিছিল অব্যাহত রেখেছে। শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বিএনপির মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সবাই এগিয়ে আসুন।’