আজ ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দেবে বিএনপি’


অনলাইন ডেস্কঃ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে বিএনপি। তবে কি কর্মসূচি ঘোষণা হতে পারে তা জানা যাবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (২৫ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সেই কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে ফখরুল বলেন, আজ সকালের আপডেট হচ্ছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আসলে তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না। এ কারণে সিসিইউতে থাকা সব সুবিধা রেখে তাকে কেবিনে নেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয় বলেও জানান বিএনপি মহাসচিব।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর