বোয়ালখালী প্রতিনিধি: বিদেশীদের দুয়ারে ধর্না দিয়ে বিএনপি ক্ষমতায় বসতে চায় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (২৯ জুলাই) উপজেলার একটি কমিনিউটি সেন্টারে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘মোছলেম উদ্দিন আহমেদ একজন বড় মাপের নেতা ছিলেন। এ নেতাকে হারিয়ে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হয়েছে। তাঁকে আমি ডাকতাম চাচা, আমার আব্বার সাথে ভাইয়ের সম্পর্ক ছিলো। সেই সুবাদে চাচার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ ত্যাগী নেতাকে আমি আজ শ্রদ্ধার সাথে স্বরণ করছি।’
তিনি বলেন, ‘বিএনপি জ্বালাও পোড়াও, আর আওয়ামীলীগ উন্নয়নের বিশ্বাসী। সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে তারা ঢাকা দখল করতে চায়। আমি তাদের উদ্দেশে একটি কথায় বলবো, এগুলো পরিহার করে নির্বাচনে আসুন।
পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শফিউল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া সঞ্চানালয় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতেহরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের
সাবেক সহ-সভাপতি এম এম আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লবুনা, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম, মরহুম সাংসদ মোছলেম উদ্দিন আহমদের মেয়ে কাজি শারমিন সুমি, কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, শেখ আরিফুর উদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সরওয়ার আলম, দক্ষিণ ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, সাধারণ সম্পাদক, আবু তাহের, উপজেলার সভাপতি একরামুল হক মুন্না, সাধারণ সম্পাদক, মাহাবুবুল আলম রাসেল, জাবেদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।