অনলাইন ডেস্ক
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ সিলেট অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। ‘এক দফা’ দাবিতে ঢাকার দুই প্রান্ত টঙ্গী ও কেরানীগঞ্জে সমাবেশের পর আজ বৃহস্পতিবার সিলেট মহাসড়কে ‘রোডমার্চ’ করবে বিএনপি। সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এ রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে। তাই প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে।
আজকের রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। এতে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নানা যানবাহন থাকবে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।
রোডমার্চ সফল করতে বুধবার দিনভর প্রচারণা চলে নগরীতে। মাইকিংয়ের পাশাপাশি প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।
Leave a Reply