আজ ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: বিএনপি নেতা মরহুম শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী

বিএনপি নেতা শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত


অনলাইন ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রটোকল কর্মকর্তা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুম শামসুল হক স্মৃতি সংসদ ও পরিবারবর্গের যৌথ উদ্যোগে সম্প্রতি এনায়েত বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে আগত বিএনপির নেতৃবৃন্দরা বলেন, মরহুম শামসুল হক আজীবন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে গেছেন। জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জেল-জুলুমের শিকার হলেও আদর্শের প্রতি অবিচল ছিলেন। তার আকস্মিক মৃত্যু আজও কাঁদায় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের। বিএনপির প্রতি তার ত্যাগ-তিতীক্ষা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে নেতা-কর্মী।

আরও পড়ুন চট্টগ্রামে বিএনপির আড়াই শতাধিক নেতাকর্মীর সংবর্ধনা

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, কাজী বেলাল, এরশাদউল্লাহ, ইয়াসীন চৌধুরী লিটন, শফিকুর রহমান স্বপন, মো. মহসীন, আমজাদ হোসেন, গাজী সিরাজ, কামরুল ইসলাম, আবদুল আলীম স্বপন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান, সা. সম্পাদক জাকির হোসেন, পাচলাইশ থানা সভাপতি মো. হুমায়ন, মো. জাফর, মো. শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ, সহ-সভাপতি রাশেদ, যুগ্ম সম্পাদক আলী মূর্তজা, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন সহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর