আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিবাদে ছাত্রলীগ নেতা মঈনুল হাসান দিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিভিন্ন নৈরাজ্য ও নাশকতামূলক কর্মসূচির বিরুদ্ধে চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈনুল হাসান দিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পুরাতন কলেজ গেইট চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কলেজ গেইট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল হাসান মারুফ, রিদুয়ান হাসান, চন্দনাইশ পৌরসভার ছাত্রলীগ নেতা তামিম, রিদয়, তামজিদ, অনিক, গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগ নেতাশেখ ফাহিম, তানবিন, মোঃ হাবিব প্রমুখ। প্রতিবাদ সমাবেশে মঈনুল হাসান দিপু বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি-জামায়াত মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র। নির্বাচন সামনে, এখন জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করে। এ কারণেই দেশের জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস. এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভাইয়ের নির্দেশে আমরা মাঠেই আছি। মাঠে থেকেই বিএনপির সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র ও হিংসার দাঁতভাঙা জবাব দেব। তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছে বিএনপি-জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত এদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর