আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছি’


ঢাকায় জনসভার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণই বিএনপিকে বিতাড়িত করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকা শহরে সমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপিকে সভা-সমাবেশ করতে সহযোগিতা করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করে সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছে। আওয়ামী লীগের সভা-সমাবেশে তারা বারবার হামলা করলেও আমাদের শাসনামলে তাদের সমাবেশ করতে সহযোগিতা করেছি। তারা জনসভা থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। অথচ আমাদের নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছি।’

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।

তথ্যসূত্র: দৈনিক পূর্বকোণ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর