নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। রবিবার (২৮ জানুয়ারি) তাদের এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সদয় সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
উল্লেখ্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এর আগে ২০১৯ সালেও (গত পাঁচ বছর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়ার উপজেলার বড়হাতিয়া গ্রামে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছাড়াও আরো চারজনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। অপর চারজন হলেন– ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ও নীলুফার আহমেদ।