সমকামী চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন ভূমি, সামাজিক বার্তা আছে, এমন সিনেমাতেই তাঁকে বেশি দেখা যায়। ‘দম লাগাকে হেইসা’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘বালা থেকে বাধাই দো’—ভূমি পেদনেকরের ক্যারিয়ারে আলো ফেললেই তা বোঝা যায়। অভিনেত্রী নিজেই এবার বললেন সিনেমা দিয়ে সমাজে প্রভাব রাখতে চান তিনি।
২০২২ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পায় ভূমি পেদনেকর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘বাধাই দো’। ছবিটিতে কমেডির মোড়কে সমকামীদের অধিকার নিয়ে বার্তা উঠে এসেছে, নিজেও একটি সমকামী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন ভূমি। ছবিটির এক বছর পূর্তি উপলক্ষে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলেছেন ভূমি, ‘আমরা ভারতে সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার হতে চেয়েছি।’
ভূমি আরও বলেন, ‘আমি নিজেকে কখনো কেবল অভিনয়শিল্পী মনে করি না। আমার কাছে যখন চলচ্চিত্রের মতো এত বড় একটা মাধ্যম আছে, সেটার মাধ্যমে অনেক বার্তাই দেওয়া যায়। আমি বরাবরই নিজের ছবির মাধ্যমে সমাজ-সংস্কৃতিতে প্রভাব রাখতে চাই। অভিনয় মানে আমার কাছে দর্শকের সঙ্গে কথা বলা
সমালোচকদের প্রশংসা জুটলেও প্রেক্ষাগৃহে তেমন একটা ব্যবসা করতে পারেনি ‘বাধাই দো’। তারপরও ছবিটি ভূমির হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে, ‘সমকামীদের মধ্যে আমার অনেক বন্ধু-স্বজন আছেন। তাঁদের গল্প যখন শুনি, নিজেকে অসহায় মনে হয়। তাঁদের গল্প কীভাবে সবাইকে জানাব, এ নিয়ে ভাবতে থাকি। “বাধাই দো”তে কিছুটা হলেও সেটা করতে পেরেছি।’
যে উদ্দেশ্য নিয়ে ছবিটি করেছিলেন, তাতে তিনি সফল বলেও মনে করেন ভূমি, ‘ছবিটি মুক্তির সময় কোভিডের কারণে আসনসংখ্যা অর্ধেক রাখতে হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিলে দর্শকের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। কয়েক মাস পরে বিশ্বজুড়ে ওটিটিতে যখন মুক্তি পেল, তখন ছবিটি ব্যাপক সাড়া ফেলে।’
চলতি বছর ভূমি পেদনেকরকে ছয়টি সিনেমায় দেখা যাবে। ভূমি বলেন, ‘সিনেমাগুলোয় শক্তিশালী নারী চরিত্রে আমাকে দেখা যাবে। অভিনেত্রী হিসেবে এর চেয়ে বেশি আর কী চাই!’ ২০২৩ সালে ভূমিকে দেখা যাবে ‘ভেদ’, ‘দ্য লেডিকিলার’, ‘আফওয়া’, ‘ভক্ষক’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ইত্যাদি সিনেমায়।