অনলাইন ডেস্কঃ দেশের তৈরি পোশাক প্রস্তুতি ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) নির্বাচন আগামি ৯ মার্চ অনুষ্ঠিত হবে। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
সংগঠনটির নির্বাচন বোর্ডের সচিব মো. ফায়জুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ২০০২ সালে বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদিত বিজিএমইএর ১৯৯৪ সালের প্রণীত বিধিমালা অনুযায়ী এবারের নির্বাচন হবে। বিধি অনুযায়ী নির্বাচনের ৮০দিন আগে ১৯ ডিসেম্বর তফসিল ঘোষনা করা হয়েছে। ৩৫ পদে বোর্ডের নির্বাচিত প্রতিনিধিরা ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন বিদ্যুৎ মিলছে, গ্যাসের সমস্যাও কেটে যাবে: বিজিএমইএ
ঘোষিত তফসিল থেকে জানা গেছে, এবারের নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ব্যাংক ও প্রাতিষ্ঠানিক অন্যান্য কাগজপত্র আগামি ৯ জানুয়ারির মধ্যে রিজিওনাল অফিসে জমা দেওয়ার কথা জানানো হয়েছে। ভোটারদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ১৮ জানুয়ারি।
৯ মার্চ রাজধানীর উত্তরায় সংগঠনটির বিভাগীয় কার্যালয়ে এবং চট্টগ্রামের খুলশীতে ভোট গ্রহণ হবে। ওইদিনই ভোটগণনা সম্পন্ন হবে এবং পরবর্তী দিনগুলোতে আপিল নিষ্পত্তিসহ অন্যান্য কার্যক্রম শেষ করে ২৮ মার্চ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
বিজিএমইএর পরিচালনা পর্ষদে সদস্যদের ভোটে সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ৭টি।
Leave a Reply