আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজিসি ট্রাস্ট

প্রত্যেক বিভাগে শিক্ষার মান বাড়াবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি


প্রত্যেক বিভাগে শিক্ষার গুণগত মান বাড়াতে চায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদ। এজন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা সূত্রে এ তথ্য জানা যায়।

সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী, বিভাগসমূহের একাডেমিক কমিটির কার্যবিবরণী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফলাফল, প্রোগ্রামসমূহের অর্ডিন্যান্স, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন মেয়াদ বৃদ্ধি, বিভাগসমূহের ‘ওভিই কারিক্যুলাম’ অনুমোদন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সন্তোষ প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির বিজনেজ স্টাডিজ অনুষদের প্রফেসর ড. গোলাম আহমদ ফারুকী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিঞা, ইংরেজি বিভাগের প্রফেসর শাশ্বতী দাশ, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়া উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দীন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আবছার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর