আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

স্বর্ণ পাচার বন্ধে যৌথ কাজ করবে বিএফআইইউ-বাজুস


স্বর্ণ পাচার বন্ধ ও সন্ত্রাসবাদ রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাজুসের সেক্রেটারি দিলীপ কুমার আগারওয়াল। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে বিএফআইইউ ও বাজুসের আলোচনার পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, যদি বাজুসের কোনো সদস্য চোরাচালানে জড়িত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া সার্বিকভাবে তথ্য দিয়েও বিএফআইইউকে সহায়তা করবে।

এসময় বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর, সাবেক সভাপতি এনামুল হক খান দোলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর