স্পোর্টস ডেস্ক: নতুন কিউরেটর নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২ বছরের চুক্তিতে টনি হেমিংকে চূড়ান্ত করেছে তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টনি হেমিং একজন অস্ট্রেলিয়ান। কিউরেট হিসেবে বেশ অভিজ্ঞ তিনি। কাজ করেছেন আইসিসিতেও।
বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক ছিলেন হেমিং। আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর ছিলেন। ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শকও ছিলেন তিনি।
পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন হেমিং। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।
তথ্যসূত্র: দেশ রূপান্তর
Leave a Reply