সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরমা ইউনিয়নের প্রাচীন বিকিকিনি কেন্দ্র “ধামাইরহাট ব্যবসায়ী কমিটি”র দ্বিবার্ষিক নির্বাচন ৩০ জুন রোববার অনুষ্ঠিত হবে। এতে ৭টি পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ৩০ জুন রোববার দুপুর ১ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত মোট চার ঘন্টা বিরতিহীন একটানা ভোট গ্রহণ চলবে। জানা যায়, এ বাজারের প্রায় দু’শত দোকানীর মধ্যে ১৭০জন ভোটার রয়েছেন। সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং ৩টি কার্যকরী সদস্য পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ বা অর্থ সম্পাদক পদে একমাত্র একজন মাত্র প্রার্থী হওয়ায় তাঁকে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এ প্রার্থীর নাম আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জলিল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীর প্রার্থীর নাম মো. আবু জাফর মেম্বার (প্রতীক দোয়াত কলম) ও মো. নাছির উদ্দিন (প্রতীক আনারস), সাধারণ সম্পাদক পদে প্রার্থীদ্বয় হলেন আলহাজ্ব মো. কামাল উদ্দীন তালুকদার (মোরগ) ও আব্দুল হান্নান (মাছ), সাংগঠনিক সম্পাদক মো. সাইমুন (বটগাছ) ও মোঃ ফারুক (ফুটবল) এবং কার্যকরী সদস্য পদে মো. রাশেদ (বাস), মো. নুরুল ইসলাম (সাইকেল), অনির্বাণ রাজু দাশ (কাঁঠাল), নেজাম উদ্দীন (কলসী) ও মো. শাহেদ (রিক্সা)।
নির্বাচন পরিচালনা কমিশনে রয়েছেন মোহাম্মদ হারুন সওদাগর, মো। আব্দুর রহিম, জসীম উদ্দীন, মিন্টু দেব, তারেকুল ইসলাম ও মোহাম্মদ রিফাত। বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু সার্বিকভাবে তদারকির দায়িত্বে আছেন বলে জানা যায়।
Leave a Reply