হাটহাজারী ছিপাতলী দরবারে আলিয়া কাদেরিয়া আজিজিয়া শরিফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (ম.জি.আ.) এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় আনজুমানে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়া ও গাউসিয়া যুব সংঘের মানবিক টিম ফেনি, হাটহাজারী ও ফটিকছড়িতে কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ২৪ আগস্ট শনিবার ছিপাতলী মাদ্রাসা প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে অধ্যক্ষ আল্লামা ফরিদ উদ্দিন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সারা দেশে লাখ লাখ মানুষ আজ পানিবন্দি হয়ে অশেষ দুর্ভোগ পোহাচ্ছে। একমুঠো ত্রাণের আশায় তারা তীব্র আর্তনাদ-আহাজারি করছে। তাই যার যার সাধ্য মোতাবেক দল-মত নির্বিশেষে অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করতে হবে। তিনি বন্যার কবল থেকে বাঁচতে আল্লাহ পাকের সাহায্য কামনা করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মাওলানা এস.এম শফিউল আলম, মাওলানা কাজী শফিউল আজম, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মঈন উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, হাফেজ মাওলানা নূর উদ্দিন, মাওলানা ফিরোজ খান, মাওলানা মুহাম্মদ মেহরাজ উদ্দিন প্রমুখ।
Leave a Reply