স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের দুটি ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। আজ আবহাওয়া তুলনামূলক ভালো। লিটন দাস ইনজুরিতে পড়ায় শান্ত অধিনায়কত্ব করবেন। তার চাওয়া আগে ব্যাট করে বড় স্কোর গড়া।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডের জন্য মূল একাদশে রাখা হয়েছে। অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার জাকির হাসানের। এর আগে বিসিবি জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
Leave a Reply