আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এশিয়া কাপ: ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল। বুধবার (১৯ জুলাই) ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফে’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অবশ্য টুর্নামেন্টের চুড়ান্ত সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী- আগামি ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এর আগে এসিসি জানিয়েছিল, ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর শেষ হবে এশিয়া কাপ। খসড়া সূচিতে একদিন এগিয়ে আনা হয়েছে। মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। কলম্বোতে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। শ্রীলংকার ক্যান্ডিতে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।

এসিসি’র চূড়ান্ত ঘোষনার আগে মূল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খসড়া সূচিতে পরিবর্তন আসতে পারে। এসিসি কর্তৃক অনুমোদিত পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলেই’ অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ছয় দেশকে নিয়ে পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে হবে আসরটি।

টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর