অনলাইন ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে এ ম্যাচ।
আরও পড়ুন এশিয়া কাপে পাকিস্তান দলের নতুন জার্সি
হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের এই ব্যাটার। তার বিকল্প হিসেবে তিন নাম্বারে কে খেলবেন, এ নিয়েও চলছে আলোচনা। এছাড়া দলে যোগ দিচ্ছেন লিটন দাস। এক আসর বিরতি দিয়ে এবার এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ।
আরও পড়ুন ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ান পেসার
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশে আছেন- নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply