খেলাধূলা ডেস্ক: টি২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ রোববার আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১১৪ রানের সাদামাটা সংগ্রহ গড়ে নিগার সুলতানার দল। জবাবে ভারতীয়রা ৭ উইকেট ও ২২ বল হাতে রেখে জয় তুলে নেয়। ৩৫ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারতীয় দলনায়ক হারমানপ্রিত কাউর।
পরাজিত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘আমি মনে করি, এই উইকেটে আমরা ২০-২৫ রান কম করেছি। আমাদের সূচনা ভালোই ছিল, যদিও মাঝে আমরা বেশ ডট বল দিয়েছি। এ নিয়ে আমাদের কাজ করতে হবে।’
এদিকে, সহজ জয়ে সিরিজ শুরু করতে পেরে আনন্দিত হারমানপ্রিত কাউর বলেন, ‘এটা ছিল দলগত দারুণ এক প্রচেষ্টা। আমাদের তরুণ বোলরারা দারুণ বল করেছে। আমি দেখতে চেয়েছিলাম প্রথম ছয় ওভারে তারা কেমন বল করে। আমি মনে করি, তারা কন্ডিশনটা ভালোভাবে বুঝতে পেরেছে। দীপ্তিও ভালো বল করেছে। এরপর ব্যাটিংয়ে নেমে আমরা চার-পাঁচ ওভার আগেই শেষ করতে চেয়েছিলাম। সেটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
এই সফরে বাংলাদেশের সঙ্গে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলবে ভারতীয়রা। টি২০ সিরিজে পরের দুই ম্যাচ ১১ ও ১৩ জুলাই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (স্বর্ণা আক্তার ২৮*, সোবহানা মোসতারি ২৩; পুজা বস্ত্রকর ১/১৬, মান্নু মনি ১/২১)। ভারত: ১৬.২ ওভারে ১১৮/৩ (হারমানপ্রিত কাউর ৫৪*, স্মৃতি মন্ধানা ৩৮; সুলতানা খাতুন ২/২৫, মারুফা আক্তার ১/১৮)। ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
Leave a Reply