আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুভ জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

পূজো উদযাপনে ফটিকছড়িতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ


চাটগাঁর সংবাদ ডেস্কঃ পূজো উদযাপনে ফটিকছড়িতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংগঠনটির পাঠানো বিবৃতি থেকে জানা গেছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) ফটিকছড়ি কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্র্য বলাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল। প্রধান বক্তা ছিলেন ভুজপুর পূজা পরিষদের সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাগীশিক সভাপতি সুমন বণিক ও সহ-সভাপতি প্রতাপ রায়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা পরিষদের অর্থ সম্পাদক রবিন পাল, সাংগঠনিক সম্পাদক রুপন ভৌমিক, ফটিকছড়ি পূজা পরিষদের আহবায়ক অভিজিৎ পাল, সদস্য সচিব বাচ্চু ঘোষ, নাজিরহাট পূজা পরিষদের সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক সৌরভ পাল।

মতবিনিময় সভায় আসন্ন জন্মাষ্টমী ঐক্যবদ্ধভাবে উদযাপন করার জন্য গুরুত্বারোপ করা হয়। সকলের অংশগ্রহণের জন্য প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন। উক্ত সভায় জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি বাবু রনজিত চৌধুরীর প্রয়ানে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। পরিষদের সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর