আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়


স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর হারের বৃত্তে বাংলাদেশ। সেমিফাইনালের আশা ফিঁকে হয়েছিল আগেই, তবুও কাগজে কলমে টিকে ছিল টুর্নামেন্টে। আজ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল সাকিব আল হাসানের দল।

৭ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ২। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুইটি ম্যাচ খেলবেন সাকিব আল হাসানরা। সেই দুই ম্যাচে জিতলেও দলটির পয়েন্ট হবে ৬। তবে এখন পর্যন্ত চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টেই ৮। অর্থাৎ, বাকি ২ ম্যাচে জয় পেলেও অস্ট্রেলিয়াকে ছোঁয়ার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এদিনও চেনা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ২০৪ রানেই অলআউট হয় দলটি। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১০৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়েই ১২৮ রান তোলেন আবদুল্লাহ শফিক ও ফখর জামান। এরপর ৬৮ রান করা শফিক বিদায় নিলেও ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন ফখর। এদিন বেশি রান করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৯ রানের বেশি করতে পারেননি তিনি। ১৬০ রানের মাথায় বাবরের বিদায়ের পর ১৬৯ রানে ফেরেন ফখরও। তবে জয়ের জন্য বাকি পথটুকু নির্বিঘ্নেই পাড়ি দেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ।

এর আগে, ২০৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। ওপেনার লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসান হাফ সেঞ্চুরির কাছাকাছি গেলেও সেটি পাননি। যথাক্রমে ৪৫ ও ৪৩ রানে আউট হন আসছে….

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর