আজ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

টেকসই উন্নয়নে আরো ১৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ


আহসান উদ্দিন পারভেজ: সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্কের (এসডিএসএন) একটি সমীক্ষায় এসডিজি বাস্তবায়নের বৈশ্বিক র‌্যাংকিংয়ে আরো ১৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৩ সালে এসডিএসএন’র র‌্যাংকিংয়ে ১৬৬টি দেশের মধ্যে বর্তমানে অবস্থান ১০১তম। তথ্যানুযায়ী, ১৫৭টি দেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) পরিস্থিতি বিবেচনায় ২০১৭ সাল থেকে মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করছে এসডিএসএন। ওইবছরের সমীক্ষায় ১০০ এর মধ্যে ৫৬ দশমিক ২ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিলো ১২০ তম। তবে গত ৬ বছরে এই র‌্যাংকিংয়ে আরো ১৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের র‌্যাংকিংয়ে ১০১তম অবস্থানে বাংলাদেশের স্কোর হয় ১০০ এর মধ্যে ৬৫ দশমিক ৯।

এসডিএসএন’র মন্তব্য হলো, বাংলাদেশের বর্তমান র‌্যাংকিং গত বছরের (২০২২ সাল) চেয়ে ভালো হয়েছে। গত বছর ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ছিলো ১০৪ তম। এক্ষেত্রে বাংলাদেশের র‌্যাংকিং ভারত ও পাকিস্তানের চেয়েও ভালো। এসডিএন’র র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১১২তম এবং পাকিস্তানের ১২৮তম।

সংস্থাটির রিপোর্ট বলছে, দুইটি অভীষ্ট অর্জনে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে সেগুলো হলো- গুণগত শিক্ষা এবং পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। এছাড়া ৬টি অভীষ্ট অর্জনে বাংলাদেশ উন্নতি করছে। সেগুলো হলো- দারিদ্র্যতা হ্রাস, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, নিরাপদ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি এবং শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। কিন্তু ৫টি অভীষ্ট অর্জনে বাংলাদেশ অপরিবর্তিত অবস্থায় রয়েছে বলেও জানায় এসডিএসএন। যেগুলোতে আরো উন্নয়ন করার সুযোগ রয়েছে বলে জানানো হয়।সেগুলো হলো- জেন্ডার সমতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই নগর ও জনপদ, জলবায়ু কার্যক্রম এবং অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

প্রতিবেদনটিতে তিনটি অভীষ্ট অর্জনে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলেও জানানো হয়।সেগুলো হলো- জলজ ও স্থলজ জীবন রক্ষা এবং শান্তি ও ন্যায়বিচার। এসডিজি বাস্তাবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ঘাটতি রয়েছে বলে জানায় সংস্থাটি। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) এ সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়মিত হালনাগাদকরণের উপর আরো জোর দেয়ার আহ্বান জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর