আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে বঙ্গবন্ধুর  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


মো.কাইয়ুম
কর্ণফুলী উপজেলায় তৃণমূল, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠন
উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকেল ৪টায় শিকলবাহা কর্ণফুলী গার্ডেন এর পাশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে চরলক্ষ্য ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন পরিষদ এর সফল চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব এস এম সালেহ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন মাইজভান্ডারি, মৌলানা ইউনুস অহিদী, মো.ইয়াকুব সহ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের সাবেক বর্তমান তৃণমূল পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে মোনাজাতে বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা মুফতি জাকির আলম আল কাদেরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর