অনলাইন ডেস্কঃ বিজয়ের মাস ডিসেম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আগামি ৯ ডিসেম্বর সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করছে আনন্দ মডেল স্কুল এন্ড কলেজ। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, ৯ ডিসেম্বরের (শনিবার) ওই প্রতিযোগীতায় অংশ নিতে কলেজের অধ্যক্ষ নুর-ই-আসমার সাথে যোগাযোগ করতে হবে।
আরও পড়ুন বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সাংস্কৃতিক উৎসব চট্টল ইয়ুথ কয়ারের
রবিবার (২৬ নভেম্বর) বিকালে ধোপপুল নুর ভবনে আনন্দ মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নুর-ই-আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক, নৃত্যগুরু মধু চৌধুরী, বেতার ও টেলিভিশন শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, লোকসঙ্গীত শিল্পী শিউলী আকতার, কর্মকর্তা এম. লোকমান হাকিম, লায়ন সুজিত দাশ অপুর, সুজিত চৌধুরী মিন্টু, কলেজ শিক্ষক জয়নাল আবেদীন, ডেইজি দাশ, আয়াত উল্লাহ, নিপা মুন আলিসা, পাপিয়া হাসনাত, ফারজানা নাসরীন রুম্পা, জোছনা আক্তার, সৈয়দ উম্মে আয়মুন, আজিদা খাতুন, সাজ্জাদুল ইসলাম সাকিব, আয়শা নুর ইভা, ইয়াছমিন আক্তার সায়মা প্রমুখ।
উল্লেখ্য, বিজয়ের মাস ডিসেম্বরে মাসব্যাপী পিঠা উৎসব চলবে আনন্দ মডেল স্কুল এন্ড কলেজে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর পিঠা প্রতিযোগীতারও আয়োজন করা হচ্ছে।
এই উৎসবে অংশগ্রহণে ইচ্ছুকদেরকেও কলেজটির অধ্যক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।