আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিকে জরিমানা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীনভাবে বিক্রির অভিযোগে একটি বেকারিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম হাছনদন্ডী এলাকার ডলফিন বেকারিতে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই জরিমানা আদায় করেন। অভিযান শেষে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীনভাবে উৎপাদিত খাদ্য সামগ্রী মোড়কজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিলো ডলফিন বেকারী নামক প্রতিষ্ঠনটি। তাই উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ কবির (৩৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর