সাঈদুর রহমান চৌধুরীঃ বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) পরিচালক পর্ষদ নির্বাচন ২০২৩-২০২৫ এর প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বাফার পরিচালক পদপ্রার্থীরা তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন ।
বাফার নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য আতাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক আহমদের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম রিজিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জন পরিচালকের মধ্যে বক্তব্য রাখেন অ্যাম্পায়ার ইয়ার এন্ড সী লিমিটেডের পরিচালক খায়রুল আলম সুজন। আরও বক্তব্য রাখেন ঢাকা রিজিয়নে পরিচালক পদপ্রার্থী থ্রী আই লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম সরকার, রিলায়েন্স কার্গো সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহাদী উল্লাহ মিয়া, অক্টাগন ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপাইটর তরিকুল ইসলাম।
আরও পড়ুন বাফার নির্বাচন ১৪ ডিসেম্বর
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শওকত আকবর খন্দকার, চট্টগ্রাম রিজিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সিনোভেন কার্গো সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকতার কামাল চৌধুরী, ক্যারি ফারইষ্ট লজিস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, বিএস কার্গো এজেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, এশিয়া প্যাসিফিক লজিস্টিকস এর সত্ত্বাধিকারী দোলন বড়ুয়া, সার্কেল মেরিন লিমিটেডের পরিচালক অমিয় সংকর বর্মন।
সভায় বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি লজিস্টিক খাতকে আরো গতিশীল করতে এবং বাফার সার্বিক উন্নয়নের জন্য নানামুখী উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন প্রার্থীরা।
Leave a Reply