অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, তবে সমুদ্র বন্দরগুলির জন্য দেয়া ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির দেয়া পূর্বাভাস বলছে, রবিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটির কারণে আগামি কয়েকদিন সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।
আরও পড়ুন বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, জেনে নিন পূর্বাভাস
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়া সোমবার থেকে পরবর্তী পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।