স্পোর্টস ডেস্ক
টেস্টের নেতৃত্ব আগেই ছেড়েছেন বাবর আজম। তবে তিন মাস বিরতির পর ফিরেছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে।এবার সেটিও ছাড়লেন পাকিস্তানের সময়ের সেরা এই ব্যাটার। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে গতকাল সমর্থকদের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি জানান বাবর। যেখানে তিনি জানান, অধিনায়কত্বের চাপ কমে যাওয়ায় এখন ব্যটিংয়ে বাড়তি মনোযোগ দেবেন তিনি। যেটা তার জন্য এখন অবশ্য করণীয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ব্যাট হাতে তার সময় মোটেই ভালো যাচ্ছেন না। তার দলও পাচ্ছে না কাঙ্ক্ষিত সাফল্য।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব হারান বাবর। মাত্র ৩ মাসের মধ্যেই তথা ২০২৪ সালের মার্চে ফের দায়িত্ব পান তিনি। কিন্তু দ্বিতীয় দফার শুরুতেই বড় ধাক্কা খান বাবর। এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। সবচেয়ে বড় লজ্জার ব্যাপার হলো, তারা হেরে যায় যুক্তরাষ্ট্রের কাছে। এরপর তারা হারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও।
দলের সাম্প্রতিক পারফরম্যান্সের পর বাবরের নেতৃত্ব ছাড়া আসলে সময়ের ব্যাপার ছিল। কারণ পাকিস্তানে নেতৃত্ব হারানো নতুন কিছু নয়। কিছুদিন আগে ঘরের মাটিতে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এরপর থেকে দলটির টেস্ট অধিনায়ক শান মাসুদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
পরের ৬ মাসে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, এবং দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট সিরিজ খেলবে পাকিস্তান। কিন্তু এর আগে দলটির নেতৃত্ব নিয়ে ঝামেলা তৈরি হয়ে গেল। কারণ দলের আরেক সিনিয়র ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদিকে বিশ্বকাপের পর নেতৃত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পরে আবার তাকে সরিয়ে বাবরকে আনা হয়। এখন দেখার বিষয় পরের অধিনায়ক কে হন।
Leave a Reply