অনলাইন ডেস্কঃ রাজনীতির মাঠে সরকার বিরোধী দল বিএনপির কালো পতাকা ও শোকের কর্মসূচির ঘোষণাতে পাল্টা কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সম্প্রতি দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, আগামি ৩০ জানুয়ারি (মঙ্গলবার) শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আ. লীগ।
ইতোমধ্যে আ. লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে আওয়ামী লীগের সকল সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে এ শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা পালনের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি দৈন্য নয় দূরদর্শী
ওবায়দুল কাদের বলেছেন, ‘৩০ জানুয়ারি আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না। ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।’
তিনি বলেন, ‘কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে।’