আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শান্তি চুক্তির ২৫ বছর: রাঙামাটিতে আওয়ামী লীগের আলোচনা সভা


ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক রফিক আহমদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুখময় চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, যুব-মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্ভর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ে দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান করা হয। শান্তি চুক্তির পর ইতিমধ্যে সরকার ৭২টি ধারার মধ্যে বেশীরভাগ ধারাই বাস্তবায়ন করেছে। চুক্তির বাকি ধারাগুলো বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়েছে এবং এঅঞ্চলে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয়েছে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর