অনলাইন ডেস্কঃ এশিয়ান গ্রুপের এমডি শিল্পপতি মোহাম্মদ আবদুস সালামের জন্মদিন আজ। তার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিবর্গ।
তিনি রেড ক্রিসেন্টের কোষাধ্যক্ষ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক হিসাবে আট মেয়াদে ও প্রথম সহ-সভাপতি হিসাবে চার মেয়াদে দায়িত্বরত ছিলেন। এরপর ২০২১ সালে সংগঠনটির নির্বাচনে তিনি সভাপতির দায়িত্ব পান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথেও সম্পৃক্ত।
আরও পড়ুন বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা
এশিয়ান গ্রুপের এই প্রতিষ্ঠাতা তার ব্যবসয়াীক প্রজ্ঞার মাধ্যমে তার প্রতিষ্ঠানকে সফলতার চূড়ায় উঠিয়েছেন। নগরীর বাগমনিরাম ওয়ার্ড নিবাসী এই শিল্পপতি দীর্ঘ সময় ধরে এলাকাবাসীর আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছেন।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন চাঁটগার সংবাদ পত্রিকার সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
Leave a Reply