আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

‘ভোটের দিন যত কাছে আসছে তত উত্তেজনা বাড়ছে বাঁশখালীতে’


অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাঁশখালীতে ভোট হবে আগামি ৫ জুন (বুধবার)। এবার বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম (দোয়াত–কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরানুল হক (আনারস), দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী (মোটরসাইকেল)।

বাঁশখালীবাসীরা বলছেন, ভোটের দিন যত বেশি কাছে ঘনিয়ে আসছে এলাকায় তত বেশি উত্তেজনা ছড়াচ্ছে। এ কারণে ভোটের আগে প্রচারণায় লড়াই জমে উঠেছে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে। যদিও কেউ বলছেন এবার নবীন রাজনীতিবিদদের জনপ্রিয়তা বেশি, আবার কেউ বলছেন; ভোটের মাঠে লড়াইয়ে অভিজ্ঞরাই জিতবেন।

এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সাতজন আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি তিনজন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আকতার হোসেন (তালা), মো. হোছাইন (বই), মো. আরিফুর রহমান সুজন (টিয়া), মো. আরিফুজ্জামান আরিফ (চশমা), মো. ওসমান গণী (মাইক), ইমরুল হক চৌধুরী ফাহিম (টিউবওয়েল) এবং এম.এ মালেক মানিক লড়ছেন উড়োজাহাজ মার্কা নিয়ে।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরী মন আক্তার নুরী, রেহেনা আকতার কাজমী কলসি এবং ইয়ামুন নাহারের প্রতীক প্রজাপতি।

আরও পড়ুন ষষ্ঠ নির্বাচন: চট্টগ্রাম বিভাগে তৃতীয় ২৫ চতুর্থ ৯ পঞ্চম ধাপে ৮ উপজেলায়

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এজন্য কোনো কোনো স্থানে প্রার্থী এবং তাদের সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রশাসনের পক্ষ কড়া অবস্থান লক্ষ্য করেছেন। একজন প্রার্থী শোকজ এবং অপর দু’জনকে মৌখিক নোটিশ দিয়েছে প্রশাসন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার চাটগাঁর সংবাদকে বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই পোস্টার নিয়ে গণসংযোগ এবং প্রতীক বরাদ্দের পর আইন অমান্য করার দায়ে মোট তিনজনকে নোটিশ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী নিয়মিত অভিযান পরিচালনা করছেন। কোথাও কোনো আইন ভঙ্গের ঘটনা ঘটলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, বাঁশখালী উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১১৫টি ভোট কেন্দ্র থাকবে। এ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৯০৪ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর