আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারায় বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪


নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় মোহাম্মদ হোসেন (৭০) হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত ৪আসামিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা থানার এসআই মিন্নত আলী নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলো, প্রধান আসামি মোঃ গিয়াস উদ্দিন (২০), মোঃ মোরশেদ (৩৮), মোঃ সিফাত প্রঃ শিহান (১৮), কাউসার আক্তার (২৫)।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, এসআই মিন্নত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে চাতরীর খুনের মামলার এজাহার নামীয় প্রধান আসামিসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত রোববার (১৭ সেপ্টেম্বর) বসতঘরের পাশে টিনের বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (৭০) নামে একজন গুরুতর আহত হয়। পরদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে সাজিয়া বেগম (৪৫) বাদী হয়ে ৮জনকে আসামি করে এজহার দায়ের করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর