অনলাইন ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কর্ণফুলী এলাকা থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাফেজ উল্লাহকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলীর পাকা রাস্তার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. হাফেজ উল্লাহ (৬৩), টেকনাফ উপজেলা সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছিল মো. হাফেজ উল্লাহ। বাসে তল্লাশী চালানোর সময় কৌশলে পালানোর চেষ্টা করে সে। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে বাসের মালামাল রাখার বক্স ভেতরে তার ট্রলি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেয় সে। এতে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা ছিল। যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।